সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয়সহ ১৫ শ্রমিক নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন শ্রমিক নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৯ জন ভারতীয়। বাকি ৬ জন নেপাল ও ঘানার নাগরিক বলে জানা গেছে। এ ঘটনায় আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় জিজান শহরে রোববার এ দুর্ঘটনা ঘটে।
জেদ্দায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট দুর্ঘটনায় ভারতীয় নাগরিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে তারা। এ ঘটনায় যেকোনো তথ্য জানার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে ভারতীয় কনস্যুলেট।
সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটিতে ২৬ জন শ্রমিক ছিলেন। কাজে যাওয়ার পথে একটি ট্রেলারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
সৌদি রেড ক্রিসেন্টের মুখপাত্র আহমেদে আসিরি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে বলেন, রোববার সকাল ছয়টার কিছুক্ষণ আগে পবিত্র মক্কা নগরীর দক্ষিণে অবস্থিত আসির প্রদেশের ওয়াদি বিন হাশবাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সৌদি আরবের মুনসিফ ডেইলি ও ভারতের তেলেঙ্গানা টুডে জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম কাপেলি রমেশ (৩২)। তাঁর বাড়ি ভারতের তেলেঙ্গানা রাজ্যের জগিতিয়াল জেলার মেতপালি মান্দাল শহরে।
আহত ১১ জনের মধ্যে দুজনের বাড়ি তেলেঙ্গানায়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।