শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন রাজাপক্ষে পরিবারের সদস্য
শ্রীলঙ্কায় আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন দেশটির বিতর্কিত রাজাপক্ষে পরিবারের সদস্য নামাল রাজাপক্ষে (৩৮)। গত বুধবার দেশটির রাজনৈতিক দল শ্রীলঙ্কা পোদুজানা পেরামুনা (এএলপিপি) নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে নামালের নাম ঘোষণা করে।
এএলপিপির সচিব সাগর কারিয়াওয়াসাম রাজধানী কলম্বোয় বলেন, ‘সতর্কতার সঙ্গে বিচার-বিবেচনার পর নামাল রাজাপক্ষেকে আমাদের প্রেসিডেন্ট প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে দল।’ নামালের বাবা মাহিন্দা রাজাপক্ষে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন। তখন তিনি দেশটির ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে ছিলেন।
নামালের চাচা গোতাবায়া রাজাপক্ষে ২০১৯ সালের শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে আর্থিক সংকট ঘিরে জনবিক্ষোভের মুখে ২০২২ সালে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি, পালিয়ে যান দেশ ছেড়ে।
গোতাবায়া ক্ষমতা ছাড়ার পরও শ্রীলঙ্কার পার্লামেন্টে এএলপিপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। গোতাবায়ার পর প্রেসিডেন্ট পদে বসার জন্য রনিল বিক্রমাসিংহেকে সমর্থন দিয়েছিল তারা। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে বিক্রমাসিংহের সফলতার প্রশংসাও করেছিল।
এমনকি এবারের নির্বাচনে প্রেসিডেন্ট বিক্রমাসিংহকে সমর্থন দিতে চেয়েছিলেন এএলপিপির বেশির ভাগ আইপ্রণেতা। তবে তিনি যেহেতু এএলপিপির সদস্য নন, তাই এর বিপক্ষেও ছিলেন অনেকে। এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত নামাল রাজাপক্ষেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেছে নিল দলটি।