জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাফাইল ছবি: রয়টার্স

একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জাপান সাগরের জলসীমায় এ পরীক্ষা চালানো হয়েছে। আজ সোমবার এ কথা জানিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ।

দক্ষিণ কোরিয়ায় গণতন্ত্র সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এর আগে আগে নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ বলছেন, পূর্ব সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং। তবে ক্ষেপণাস্ত্রটি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ওই জলসীমাকে জাপান সাগর বলা হয়।

জাপান কোস্টগার্ডের পক্ষ থেকেও পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, ‘ওই বস্তুটি’ ইতিমধ্যে সাগরে পড়েছে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ১১ দিনের যৌথ সামরিক মহড়া ‘ফ্রিডম শিল্ড’ শেষ করেছে। প্রায় ২৭ হাজার মার্কিন সেনা দক্ষিণ কোরিয়ায় সামরিক মহড়ায় অংশ নিয়েছেন। এর পরপরই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানা গেল।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ যৌথ সামরিক মহড়ার সমালোচনা করা হয়েছে। পিয়ংইয়ং বলছে, এটা তাদের ভূখণ্ডে ‘আগ্রাসনের অনুশীলন’।

এর আগে গত ১৪ জানুয়ারি একটি কৌশলগত হাইপারসনিক ওয়ারহেডসহ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং।