ইসরায়েলি গুপ্তচর সন্দেহে মালয়েশিয়ায় গ্রেপ্তার ১

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে অস্ত্রসহ এক ব্যক্তিকে (৩৬) গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। দেশটির রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে গত শুক্রবার সংবাদ সম্মেলন করেন পুলিশ মহাপরিদর্শক রাজারুদিন হুসাইন। তিনি বলেন, ১২ মার্চ সংযুক্ত আরব আমিরাত থেকে ওই যুবক উড়োজাহাজে করে কুয়ালালামপুরে আসেন। তাঁর কাছে ৬টি বন্দুক ও ২০০টি গুলি পাওয়া গেছে। ওই যুবক ফ্রান্সের পাসপোর্ট ব্যবহার করেছিলেন। তবে এ পাসপোর্ট ভুয়া বলে মনে হয়েছে।

পুলিশি জিজ্ঞাসাবাদে ওই যুবক একটি ইসরায়েলি পাসপোর্টও বের করে দিয়েছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, পারিবারিক বিরোধের কারণে তিনি আরেক ইসরায়েলি নাগরিককে ‘হত্যা করতে’ মালয়েশিয়ায় এসেছেন।

তবে তদন্তে পুলিশের কাছে মনে হয়েছে, ওই যুবক ইসরায়েলি গোয়েন্দা। তাঁর এখানে আসার উদ্দেশ্য ভিন্ন কিছু।