ক্ষমা চাইলেন দালাই লামা

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা
ফাইল ছবি: রয়টার্স

ক্ষমা চেয়েছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। এক শিশুকে তিনি জিজ্ঞেস করেছিলেন, সে তাঁর জিহ্বা চুষতে চায় কি না। ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যম তাঁর সমালোচনা শুরু হয়। 

দালাই লামার দপ্তর বলেছে, তাঁর কথায় আঘাত পেয়ে থাকতে পারে বলে ওই শিশু ও তার পরিবারের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করতে চান। ওই ভিডিওতে দালাই লামাকে শিশুটির ঠোঁটে চুমু খেতে দেখা যায়।

তিব্বতের এই আধ্যাত্মিক নেতার দপ্তর আরও বলছে, ‘সাক্ষাতের সময় তিনি সরল মনে ও কৌতুক করে লোকজনের সঙ্গে দুষ্টুমি করে থাকেন। এমনকি সেটা প্রকাশ্যে এবং ক্যামেরার সামনেও। এই ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।’ 

গত ২৮ ফেব্রুয়ারি ধর্মশালায় দালাই লামার মন্দিরে ঘটনাটি ঘটে বলে মনে করা হচ্ছে। সদ্য শারীরিক দক্ষতা প্রশিক্ষণ শেষ করা ১২০ শিক্ষার্থীর সঙ্গে কুশল বিনিময়ের সময় ঘটনাটি ঘটে। 

আবাসন কোম্পানি এম৩এম গ্রুপের দাতব্য শাখা এম৩এম ফাউন্ডেশন এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। মার্চে ওই অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশ করে প্রতিষ্ঠানটি। একটি ভিডিও ছড়িয়ে পড়লে দালাই লামা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সমালোচনার মুখে পড়েন।