ইরানে শিয়া দরগাহে হামলার দায় স্বীকার আইএসের

ইরানের শিরাজ শহরের শাহ চেরাগ দরগাহ
ছবি: এএফপি

ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ শহরে শিয়া মুসলিম দরগাহে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। খবর এএফপির

গতকাল বুধবার সন্ধ্যার পর শাহ চেরাগ নামের ওই দরগাহে হামলা হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, বন্দুকধারীর নির্বিচার গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত ৪০ জন।

নিজেদের টেলিগ্রাম চ্যানেলে বিবৃতি দিয়ে এ হামলার দায় নিয়েছে আইএস। জঙ্গি গোষ্ঠীটি বলেছে, আইএসের এক যোদ্ধা শিরাজ শহরের শাহ চেরাগ দরগাহে গুলি চালান। গুলিতে কমপক্ষে ২০ জন শিয়া নিহত হন। আহত বেশ কয়েকজন।

প্রাথমিকভাবে বলা হয়েছিল, তিন বন্দুকধারী এ হামলা চালিয়েছেন। হামলাকারীদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন পলাতক।

বিবিসি বলছে, পরে স্থানীয় বিচার বিভাগীয় প্রধান বলেন, এ হামলায় একজন সন্ত্রাসী জড়িত।

এখন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, এ হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

হামলার ঘটনায় দ্রুত ও কঠোর ব্যবস্থার অঙ্গীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

রাইসি বলেছেন, এ অপরাধের জবাব নিশ্চিতভাবে দেওয়া হবে। যাঁরা হামলার পরিকল্পনা করেছেন, হামলা চালিয়েছেন, তাঁদের সমুচিত শিক্ষা দেবে ইরানের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বাহিনী।

আরও পড়ুন