চীনের মহড়ায় বাগড়া দেওয়ায় পাইলটদের ধন্যবাদ দিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তেছবি: রয়টার্স

তাইওয়ান ঘিরে চীনের মহড়ার বিরুদ্ধে পাল্টা মহড়া করায় নিজ দেশের যুদ্ধবিমানের পাইলটদের ধন্যবাদ দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। মঙ্গলবার একটি বিমানঘাঁটি পরিদর্শনের সময় পাইলটদের ধন্যবাদ জানান তিনি।

তাইওয়ানের হুয়ালিয়েনের পূর্ব উপকূলীয় বিমানঘাঁটি পরিদর্শন করেছেন তাইওয়ানের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট। সেখানে তাইওয়ানের সবচেয়ে উন্নত এফ-১৬ভি যুদ্ধবিমানের বহর রয়েছে। এই বিমানগুলোই চীনের মহড়ায় ব্যাঘাত ঘটিয়েছে।

সম্প্রতি দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট হিসেবে লাইয়ের বক্তব্যের ‘শাস্তি’ হিসেবে তাইওয়ান ঘিরে গত বৃহস্পতিবার দুই দিনের সামরিক মহড়া শুরু করে চীন। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজস্ব অঞ্চল বলে দাবি করে চীন।

আরও পড়ুন

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তেকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে আখ্যা দেয় চীন। জবাবে লাই বলেন, শুধু দ্বীপটির লোকেরাই তাঁদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন।

মঙ্গলবার বিমানঘাঁটিতে পাইলটদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন লাই। এ সময় তিনি বলেন, ‘আমি সবাইকে নিজ নিজ দায়িত্বে অটল থাকায় এবং জাতীয় নিরাপত্তা রক্ষা করায় ধন্যবাদ জানাতে চাই। সম্প্রতি চীনের সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় সবাই ভালো কাজ করেছেন।’

তাইওয়ানের প্রেসিডেন্ট আরও বলেন, তিনি পাইলটদের প্রতিক্রিয়া এবং সেনাদের দক্ষতা সম্পর্কে বিস্তারিত জেনেছেন। তিনি সবাইকে ২৪ ঘণ্টা সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন