পুনর্ব্যবহারযোগ্য ডায়াপারের চাহিদা বাড়ছে জাপানে

ডায়াপারছবি : এএফপি

জাপানে বয়স্ক ব্যক্তিদের মধ্যে ডায়াপারের চাহিদা বাড়ছে। এ চাহিদা মেটাতে নতুন ডায়াপারের পরিবর্তে রিসাইকেল (পুনর্ব্যবহারযোগ্য) করা ডায়াপারের ব্যবহার শুরু হচ্ছে। ইতিমধ্যে জাপানের একটি প্রতিষ্ঠান রিসাইকেল করা ডায়াপার বিক্রি শুরু করেছে। এ ধরনের ডায়াপারকে বলা হচ্ছে ‘হরিজন্টালি’ রিসাইকেল ন্যাপি। ‘হরিজন্টালি’ বলার কারণ, এ ধরনের ডায়াপার আগে ব্যবহৃত ডায়াপারের মতোই থাকে। ব্যবহৃত ডায়াপার থেকে অন্য কোনো পণ্য তৈরির বদলে ওই ডায়াপারগুলোই আবার ব্যবহারের উপযোগী করা হয়।

জাপানের মেইনিশি শিম্বুন পত্রিকার প্রতিবেদনে বলা হয়, কাগোশিমাভিত্তিক প্রতিষ্ঠান ইউনিক্যার্ম চলতি মাস থেকেই তাদের বিপণিকেন্দ্রগুলোতে বয়স্ক ও শিশুদের উপযোগী পুনর্ব্যবহারযোগ্য ডায়াপার বিক্রি শুরু করেছে। তাদের এ কাজে সহায়তা করছে স্থানীয় সরকার।

ইউনিক্যার্ম জানিয়েছে, তাঁরা ব্যবহৃত ডায়াপারে জীবাণুমুক্তকরণ, ব্লিচিং এবং ডিওডোরাইজিং প্রযুক্তি ব্যবহার করে। এতে পুনর্ব্যবহারযোগ্য ডায়াপারের ব্যাকটেরিয়া ও অপ্রীতিকর গন্ধ দূর হয়।

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা সুতোমো কিডো বলেন, ‘আমরা স্বাস্থ্যবিধি–বিশেষজ্ঞদের অনুমোদন পেয়েছি।’