ধ্বংসস্তূপে আটকে পড়া শিশুর মুখে ছিপি দিয়ে পানি খাওয়ানোর ভিডিও

শিশু মোহাম্মেদকে পানি খাওয়ানোর দৃশ্য
ছবি: ভিডিও থেকে নেওয়া

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত ব্যক্তির সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ভয়ংকর এই দুর্যোগে ১১ হাজারের বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। শক্তিশালী এই ভূমিকম্পের তাণ্ডবলীলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় চলছে জোর উদ্ধার তৎপরতা। সোমবারের ভূমিকম্পের পর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত ব্যক্তিদের উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। তবে এর মধ্যেই ধসে পড়া একটি ভবনের ভেতরে আটকে পড়া ছোট্ট শিশুকে পানি খাওয়ানোর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন। ৩৬ সেকেন্ডের ওই ভিডিওতে মোহাম্মেদ নামের এক শিশুকে দেখা গেছে ধ্বংসস্তূপের ভেতরে। ভূমিকম্পের প্রায় ৪৫ ঘণ্টা পর শিশুটির সন্ধান পান উদ্ধারকারীরা। তাকে জীবিত শনাক্তের পর বেশ উৎফুল্ল হয়ে পড়েন তাঁরা। শিশুটিকে দেখে প্রথমে একটি পানির বোতলের ছিপিতে করে তার মুখে একটু একটু করে পানি ঢেলে দিচ্ছিলেন এক উদ্ধারকারী। পাশেই আরেক উদ্ধারকারীকে চামচ হাতে নিয়ে অপেক্ষা করতে দেখা যায়।

শিশুটিকে পানি খাওয়ানোর সময় উদ্ধারকারীরা তার নাম ধরে ডাকছিলেন। মোহাম্মেদও তাঁদের ডাকে সাড়া দিচ্ছিল। এ সময় শিশুটিকে বেশ উৎফুল্ল দেখা যায় এবং সে আগ্রহ নিয়ে পানি পান করছিল।

সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এরপর অনেকগুলো শক্তিশালী পরাঘাত ও দুই দফা ভূমিকম্প হয়। এতে দুই দেশে ধসে পড়েছে কয়েক হাজার ভবন। এসব ভবনের নিচে আটকা পড়েছেন বহু মানুষ। ধ্বংসস্তূপ সরানোর সঙ্গে সঙ্গে লাশের সংখ্যা বাড়ছে।