কমনওয়েলথ আসর থেকে শ্রীলঙ্কার ক্রীড়া দলের ১০ সদস্য উধাও

কমনওয়েলথ গেমসে উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার ক্রীড়া দলছবি: এএফপি

সংকটপূর্ণ শ্রীলঙ্কা থেকে যুক্তরাজ্যের বার্মিংহামে কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী ক্রীড়া দলের ১০ সদস্য নিখোঁজ হয়েছেন। শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় এক ক্রীড়া কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তাঁরা যুক্তরাজ্যে থেকে যাওয়ার জন্য দল ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা গতকাল রোববার এএফপিকে বলেন, ইভেন্ট শেষ হওয়ার পর নয়জন অ্যাথলেট এবং একজন ব্যবস্থাপক নিখোঁজ হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন গত সপ্তাহে নিখোঁজ হন। তাঁরা হলেন জুডোকা চামিলা দিলানি, তাঁর ব্যবস্থাপক আসেলা দে সিলভা এবং কুস্তিগির শানিথ চতুরঙ্গ।

এ ঘটনার পর শ্রীলঙ্কার কর্মকর্তারা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন।
শ্রীলঙ্কার ওই ক্রীড়া কর্মকর্তা আরও বলেন, এরপর আরও সাতজন নিখোঁজ হয়েছেন। তবে তাঁদের নাম প্রকাশ করেননি তিনি। ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমাদের সন্দেহ, তারা যুক্তরাজ্যে থেকে যেতে চায়, সম্ভবত চাকরি পেতে চায়।’

কমনওয়েলথ আসরে অংশ নেওয়া ১৬০ খেলোয়াড়ের সবার দেশে ফেরা নিশ্চিত করতে তাঁদের সবার পাসপোর্ট নিজেদের কাছে রেখে দিয়েছিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তবে এরপরও কয়েকজনের পালিয়ে যাওয়া ঠেকাতে পারেনি তারা।

নিখোঁজ প্রথম তিন অ্যাথলেটকে ব্রিটিশ পুলিশ শনাক্ত করতে পেরেছে। তবে স্থানীয় আইন না ভাঙায় এবং ছয় মাস পর্যন্ত ভিসার মেয়াদ থাকায় তাঁদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি।

শ্রীলঙ্কার ক্রীড়া দলের ওই কর্মকর্তা বলেন, ‘আসলে খেলোয়াড়দের দল ছেড়ে চলে যাওয়া ঠেকাতে আমরা তাদের যে পাসপোর্টগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো পুলিশ আমাদের কাছ থেকে ফেরত নিয়েছে। তাদের অবস্থান সম্পর্কে আমাদের কিছু জানায়নি পুলিশ।’

অতীতেও আন্তর্জাতিক ক্রীড়া আসর থেকে শ্রীলঙ্কার অ্যাথলেটদের নিখোঁজ হতে দেখা গেছে। গত বছরের অক্টোবরে অসলোতে একটি আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট থেকে নিখোঁজ হন শ্রীলঙ্কার কুস্তিগির দলের ব্যবস্থাপক।

২০১৪ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর নিখোঁজ হন শ্রীলঙ্কার দুই অ্যাথলেট। তাঁদের আর খুঁজে পাওয়া যায়নি।
২০০৪ সালেও এমন একটি ঘটনা ঘটেছিল। তখনো শ্রীলঙ্কায় জাতীয় হ্যান্ডবল দল গঠন হয়নি। সে সময় জার্মানিতে একটি টুর্নামেন্টে হ্যান্ডবল খেলতে যাওয়ার নাম করে পালিয়ে যায় ২৩ সদস্যের একটি দল।