তালেবান রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করেছে: সুহাইল

সুহাইল শাহিন
ছবি: রয়টার্স

আফগান তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন দাবি করেছেন, তাঁরা বিরোধীদের ভুল প্রমাণ করেছেন। কাবুলে ক্ষমতায় আসার এক বছরের মধ্যে তালেবান রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করেছে। দ্য হিন্দুকে এসব কথা বলেছেন সুহাইল।

আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় আসার এক বছর পূর্ণ হচ্ছে আগস্টে। ক্ষমতার এক বছর পূর্তির প্রাক্কালে সুহাইল দ্য হিন্দুর সঙ্গে কথা বলেন।

গত বছরের ১৫ আগস্ট তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হয়। পরের মাস সেপ্টেম্বরে তারা সরকার গঠন করে।

আরও পড়ুন

আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার এক বছর হতে চললেও এখন পর্যন্ত তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়।

স্বীকৃতি না পাওয়ায় আন্তর্জাতিক সহায়তাসহ নানা ক্ষেত্রে পদে পদে সমস্যার মুখোমুখি হচ্ছে তালেবান সরকার। আন্তর্জাতিক স্বীকৃতি দিতে বিশ্বনেতাদের প্রতি তালেবান সরকার বারবার অনুরোধ জানিয়ে আসছে।

তবে স্বীকৃতির জন্য অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন, মানবাধিকার সমুন্নত রাখা, নারীর অধিকার নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠাসহ বিভিন্ন শর্ত দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এসব শর্ত পূরণ করতে পারেনি তালেবান সরকার।

আফগানিস্তানের মানবাধিকার শীর্ষক জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, ক্ষমতা নেওয়ার পর থেকে তালেবান ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করে আসছে।