চিনি দুর্নীতি মামলায় ইন্দোনেশিয়ায় সাবেক বাণিজ্যমন্ত্রীর সাড়ে চার বছরের কারাদণ্ড

ইন্দোনেশিয়ার সাবেক বাণিজ্যমন্ত্রী থমাস ত্রিকাসিহ লেমবংফাইল ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার একটি আদালত শুক্রবার দেশটির সাবেক বাণিজ্যমন্ত্রী থমাস ত্রিকাসিহ লেমবংকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি অবৈধভাবে চিনি আমদানির অনুমতি দিয়েছিলেন, যার ফলে রাষ্ট্রের প্রায় ৩ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ডলার ক্ষতি হয়েছে।

থমাস লেমবং ২০১৫ ও ২০১৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট জোকো উইদোদোর অধীন বাণিজ্যমন্ত্রী ছিলেন। একসময় প্রেসিডেন্ট জোকোর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত লেমবং ক্ষমতা ছাড়ার পর সরকারের কঠোর সমালোচনা করতেন।

২০১৫ সালে ইন্দোনেশিয়ায় চিনি উৎপাদন হয়েছিল ২৪ লাখ ৯ হাজার মেট্রিক টন। আর সে বছর দেশটিতে চিনির ব্যবহার হয়েছিল ২১ লাখ ২ হাজার টন।

ইন্দোনেশিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে লেমবং বিরোধী প্রার্থী আনিস বাসওয়েদানের প্রচার পরিচালনার দায়িত্বে ছিলেন। তবে প্রভাবশালী প্রার্থী প্রাবোও সুবিয়ান্তো বিপুল ব্যবধানে বিজয়ী হন। তৎকালীন প্রেসিডেন্ট জোকো উইদোদো তাঁকে সমর্থন দিয়েছিলেন।

প্রাবোও শপথ নেওয়ার কয়েক দিন পরই লেমবংকে গ্রেপ্তার করা হয়। আদালতে তিনি দাবি করেন, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী শিবিরে কাজ করার কারণেই তাঁর বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।

তবে কৌঁসুলিরা লেমবংয়ের অভিযোগ অস্বীকার করেন। তাঁরা দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে নয়, দুর্নীতির তথ্যপ্রমাণের ভিত্তিতে লেমবংয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে।