কম্বোডিয়ায় আসিয়ান সম্মেলন শুরু

কম্বোডিয়ার রাজধানী নমপেনে আসিয়ান সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন দেশের নেতারা
ছবি: রয়টার্স

কম্বোডিয়ার রাজধানী নমপেনে গতকাল শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলন।

এবারের সম্মেলনে নেতারা মিয়ানমারের বর্তমান সংকটের বিষয় প্রাধান্য দিচ্ছেন। এর আগে জোটের সদস্য দেশগুলো

মিয়ানমারের জান্তা সরকারকে নানাভাবে সতর্ক করলেও কোনো কাজ হয়নি। এ জন্য নেতারা অস্বস্তিতে রয়েছেন। সম্মেলনে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরাও থাকছেন।

শনিবার সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন বলেছেন, ভবিষ্যতের দিকে তাকিয়ে আসিয়ানকে সেই মূল্যবোধকে দৃঢ়ভাবে প্রচার করতে হবে, যা গত পাঁচ দশকে এ জোটকে সফল করেছে।