দেশে দেশে রক্তিম চাঁদ
আকাশে চাঁদের অনন্য এক রূপ দেখেছেন বিশ্বের কোটি কোটি মানুষ। রোববার রাতে চাঁদ পৃথিবীর ছায়ার ভেতর দিয়ে অতিক্রম করেছে। চাঁদ যখন পৃথিবীর ছায়ায় পুরোপুরি ঢেকে যায়, তখন সেটি কালচে লাল রং ধারণ করে। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ে। এ অবস্থাকে চন্দ্রগ্রহণ বলে। মেঘমুক্ত আকাশে খালি চোখেই মনোমুগ্ধকর এ দৃশ্য দেখা গেছে।