সেনাদের চুল কাটার নিয়ম শিথিল করছে জাপান, কিন্তু কেন

জাপানের সামরিক বাহিনীর সদস্যরাফাইল ছবি: রয়টার্স

জাপানের সামরিক বাহিনীতে নতুন নিয়োগপ্রাপ্ত সেনাদের মাথায় লম্বা চুল রাখার অনুমতি দেওয়া হবে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

তরুণদের বেশি করে সামরিক বাহিনীতে আকৃষ্ট করার জন্যই এমন পদক্ষেপ নিচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

চীন ও উত্তর কোরিয়া নিয়ে ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের মুখে আছে জাপান। এই পরিপ্রেক্ষিতে দেশটি সেনাঘাটতিতে আছে। তারা এই সেনাঘাটতি কমাতে চাইছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে চুল নিয়ে নতুন ঘোষণা এল।

জাপানের সামরিক বাহিনীতে পুরুষদের খুব ছোট করে চুল কাটার নিয়ম চলে আসছিল, যা ‘বাজ কাট’ নামে পরিচিত। আর নারীদের ক্ষেত্রে ছোট চুল রাখার নিয়ম।

ঘোষণা অনুযায়ী, আগামী এপ্রিল থেকে এই নিয়মে শিথিলতা আসবে। জাপানি সেনাদের লম্বা চুল রাখার অনুমতি দেওয়া হবে।

নতুন নিয়ম অনুসারে, পুরুষ সেনারা মাথার পেছনে ও দুই পাশে ছোট চুল এবং ওপরে লম্বা চুল রাখতে পারবেন।

নারী সেনারা লম্বা চুল রাখতে পারবেন। তবে উর্দি পরা অবস্থায় বেঁধে রাখা চুল কাঁধে পড়তে পারবে না। হেলমেট পরার ক্ষেত্রে চুল কোনো সমস্যা তৈরি করতে পারবে না।

কিয়োডো নিউজ এজেন্সির তথ্যমতে, জাপানি সেনাদের চুল রাখার নিয়মে শিথিলতা আনার বিষয়ে প্রথম খবর প্রকাশিত হয় গত মাসে। তখন জাপানের সেলফ ডিফেন্স ফোর্সেসে (জেএসডিএফ) সেনাসংখ্যা বাড়ানোর জন্য একটি বিশেষজ্ঞ দলের বৈঠকে বিষয়টি আলোচিত হয়েছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপানের সামরিক বাহিনী শুধু প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করে আসছে। এই ভূমিকা দেশটির শান্তিবাদী সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ।

চীন ও উত্তর কোরিয়ার ব্যাপক সামরিক তৎপরতার মুখে জাপান এখন সেনা নিয়োগ বাড়ানোর চেষ্টা করছে।