পাঁচজনের ফাঁসি কার্যকর করল হামাস

হামাস ইসরায়েলের অস্তিত্ব ও ইসরায়েলের সঙ্গে যেকোনো শান্তি আলোচনার বিরোধী
ফাইল ছবি: এএফপি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় পাঁচ ফিলিস্তিনির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সেখানকার ক্ষমতাসীন সংগঠন হামাস। তাঁদের মধ্যে দুজন ফিলিস্তিনির বিরুদ্ধে ইসরায়েলকে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

এক বিবৃতিতে স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, গতকাল রোববার সকালে ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে দুজনকে ও ফৌজদারি অপরাধের কারণে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ডের আগে তাঁদের আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছিল।

বিবৃতিতে অবশ্য ইসরায়েলকে সহায়তা করা দুই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। শুধু তাঁদের নামের আদ্যক্ষর ও বয়স জানানো হয়েছে। বলা হয়েছে, তাঁদের দেওয়া তথ্যের কারণে অনেক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। অন্য তিনজনকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০১৭ সালের এপ্রিলের পর এই প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস।

আরও পড়ুন