সি কে লেখা চিঠিতে সম্পর্ক জোরদারের আশা কিমের

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন
রয়টার্স ফাইল ছবি

চীনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক জোরালো করতে চায় উত্তর কোরিয়া। দেশটির নেতা  কিম জং উন এক চিঠিতে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংকে এ কথা জানিয়েছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এ খবর জানিয়েছে।

আরও পড়ুন

আজ রোববার প্রকাশিত কেসিএনএ-এর খবরে আরও জানানো হয়েছে, এই মাসে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিনপিং। ওই অভিনন্দন বার্তায় দুই দেশের মধ্যে কৌশলগত যোগাযোগ এবং সহযোগিতা জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন সি।

এই অভিনন্দন বার্তার উত্তরে দেওয়া চিঠিতে কিম বলেছেন, আমি বিশ্বাস করি, উত্তর কোরিয়া ও চীনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক ভবিষ্যতে জোরালো হবে।

আরও পড়ুন