একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে
ছবি: এএফপি

উত্তর কোরিয়া গতকাল বুধবার একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় ধরনের যৌথ সামরিক মহড়া চলাকালে সবশেষ এই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এটি গত পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া। এ মহড়ার মধ্যে আগেও একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।

‘ফ্রিডম শিল্ড ২৩’ নামের মহড়াটি ১৩ মার্চ শুরু হয়। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) মহড়াটি শেষ হওয়ার কথা। মহড়াটি নিয়ে তীব্র আপত্তি জানিয়ে আসছে পিয়ংইয়ং। তাই তারা মহড়া শুরুর আগে-পরে ক্ষেপণাস্ত্র ছুড়ে শক্তি প্রদর্শন করেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, গতকাল পূর্ব সাগর অভিমুখে উত্তর কোরিয়ার একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত করেছে সিউল। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বিস্তারিত তথ্য বিশ্লেষণ করছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, তারা পরিকল্পনা অনুযায়ী যৌথ মহড়াটি সফলভাবে শেষ করবে।

আরও পড়ুন

উত্তর কোরিয়া এ ধরনের মহড়াকে হামলার প্রস্তুতি হিসেবে দেখে থাকে। তারা মহড়ার জবাবে অপ্রতিরোধ্য ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছে।

পিয়ংইয়ং ১৬ মার্চ একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ছোড়ে। এটি উত্তর কোরিয়ার সবচেয়ে বড় ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আইসিবিএম উৎক্ষেপণকে চলমান উসকানিমূলক মহড়ার প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করে।

আরও পড়ুন

গত বছর উত্তর কোরিয়া নিজেকে একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন চলতি মাসে তাঁর দেশের সামরিক বাহিনীকে একটি ‘প্রকৃত যুদ্ধের’ প্রস্তুতির জন্য মহড়া জোরদারের নির্দেশ দেন।

আরও পড়ুন