রাশিয়া থেকে ড্রোন নিয়ে দেশে ফিরলেন কিম

রাশিয়া ছাড়ার আগে হাত নেড়ে বিদায় জানান কিম জং–উন
ছবি: রয়টার্স

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের রাশিয়া সফর শেষ হলো। গতকাল রোববার তিনি দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সঙ্গে নিয়ে ফিরছেন রাশিয়ার দেওয়া ড্রোন। রোববার রাশিয়ার বার্তা সংস্থা তাস এসব তথ্য জানিয়েছে।

এই সফরে রাশিয়ার কাছ থেকে পাঁচটি কামিকাজে ড্রোন, একটি জেনার-২৫ ড্রোন এবং বুলেটপ্রফ ভেস্ট পেয়েছেন কিম জং-উন।

আরও পড়ুন

রোববার দেশের পথে রওনা দেওয়ার আগে ভ্লাদিভস্তকে পড়তে যাওয়া উত্তর কোরিয়ার শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন কিম। তাঁর এই সফরকে সফল বলে আখ্যা দিচ্ছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ। বার্তা সংস্থাটি বলছে, কিমের এই সফরের মধ্য দিয়ে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব, একাত্মতা এবং সহযোগিতার নতুন যুগের সূচনা হলো।

সফরের শুরু থেকেই আলোচনায় ছিলেন কিম জং-উন। গত মঙ্গলবার রাশিয়া সফরে যান তিনি। সেখানে বুধবার তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠক মূলত গুরুত্ব পায় সামরিক বিষয়-আশয়। একই সঙ্গে উত্তর কোরিয়ার স্যাটেলাইট কর্মসূচিও আলাদা করে গুরুত্ব পায় পুতিন ও কিমের আলোচনায়।

আরও পড়ুন

গতকাল শনিবার কিম রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে বৈঠক করেন। এদিন রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘কিনঝাল’ দেখেন কিম।

করোনাভাইরাসের মহামারি শুরুর পর উত্তর কোরিয়া তার সীমান্ত বন্ধ করে দিয়েছিল। এ ছাড়া কিমের দেশের বাইরে সফরের প্রবণতাও কম। গত ১২ বছরে তিনি মাত্র সাতবার দেশের বাইরে গেছেন। এর মধ্যে চীনেই গেছেন চারবার। এই মহামারি শুরুর পর এই প্রথম কিম দেশের বাইরে সফর করলেন।

কিমের সফরকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্কে আবারও টানাপোড়েন দেখা দিল। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কিমের সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র পেতে পারে রাশিয়া। এতে ইউক্রেন যুদ্ধে নতুন করে শক্তি সঞ্চয়ের সুযোগ পাবে দেশটি।

যদিও মস্কো এসব অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, উত্তর কোরিয়ার সঙ্গে তাদের কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি, হবেও না।