কাবুলে রুশ দূতাবাসের সামনে বিস্ফোরণে দুজন নিহত

কাবুলে রুশ দূতাবাসের বাইরে কর্মরত এক নিরাপত্তাকর্মীছবি: রয়টার্স

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় রুশ দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন। আজ সোমবার দূতাবাসের প্রবেশপথে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্স

পুলিশ বলেছে, বিস্ফোরণে নিহত দুজনের নামপরিচয় এখনো বিস্তারিত জানা যায়নি। এ সময় দূতাবাসের নিরাপত্তারক্ষীদের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।

স্থানীয় পুলিশপ্রধান মালাউয়ি সাবির বলেছেন, দূতাবাসে প্রবেশের আগেই সেখানে নিয়োজিত নিরাপত্তাকর্মীরা আত্মঘাতী হামলাকারীকে দেখে ফেলেন। এ সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে তিনি প্রাণ হারান। হতাহত ব্যক্তিদের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

এ ঘটনায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। তারা বলেছে, স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় জঙ্গি দূতাবাসের প্রবেশদ্বারের কাছেই বিস্ফোরণ ঘটায়। এতে দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের মধ্যে আফগান নাগরিকেরাও রয়েছেন।