তুরস্কে উদ্ধারকর্মী, চিকিৎসক ও ত্রাণ পাঠাচ্ছে ভারত

ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ির সামনে দাঁড়িয়ে কাঁদছেন এক নারী। দিয়ারবাকির, তুরস্ক
ছবি: রয়টার্স

তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৯ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দুর্যোগপূর্ণ এ পরিস্থিতিতে দেশটিতে চিকিৎসক, উদ্ধারকর্মী ও ত্রাণসামগ্রী পাঠানোর কথা জানিয়েছে ভারত। নয়াদিল্লির পক্ষ থেকে সোমবার এ ঘোষণা দিয়ে বলা হয়, যত দ্রুত সম্ভব তুরস্কে যাবেন চিকিৎসক ও উদ্ধারকর্মীরা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে তুরস্কে। যত দ্রুত সম্ভব ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) একদল উদ্ধারকর্মী ও চিকিৎসক তুরস্কে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ত্রাণসামগ্রীও পাঠানো হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, এনডিআরএফের দুটি দল তুরস্কে পাঠানো হবে। প্রতিটি দলে ১০০ জন উদ্ধারকর্মী থাকবেন। তাঁদের সঙ্গে ‘ডগ স্কোয়াড’ থাকবে। তাঁরা তুরস্কে যাওয়ার জন্য প্রস্তুত। এ ছাড়া প্রশিক্ষিত চিকিৎসক ও প্যারামেডিকদের সঙ্গে প্রয়োজনীয় ওষুধ পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে।    

আরও পড়ুন

সোমবার তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ১ হাজার ২০০-এর বেশি মানুষের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ এক ভূমিকম্পে ১ হাজার ২০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিপর্যয়কর এ ভূমিকম্পের বেদনাদায়ক এই খবর শুনে তিনি গভীরভাবে ব্যথিত।

আরও পড়ুন
আরও পড়ুন