জাপানে ৬ মাসে রেকর্ড ২ কোটি পর্যটকের ভ্রমণ

জুন মাসেই জাপানে ৭ দশমিক ৬ শতাংশ পর্যটক বেড়েছে।ফাইল ছবি: রয়টার্স

চলতি বছরের প্রথম ছয় মাসে রেকর্ড ২ কোটি ১৫ লাখ পর্যটক জাপান ভ্রমণ করেছেন। এই সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি।

গত বুধবার প্রকাশিত সরকারি এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন (জেএনটিও) এক বিবৃতিতে জানিয়েছে, জাপানের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে ছয় মাসে দুই কোটির বেশি পর্যটক আসার রেকর্ড এটি। শুধু জুন মাসেই জাপানে ৭ দশমিক ৬ শতাংশ পর্যটক বেড়েছে। এ সময় ৩৪ লাখ পর্যটক দেশটি ভ্রমণ করেছেন।

জেএনটিও জানিয়েছে, এ সময় স্কুলগুলোতে সরকারি ছুটি থাকায় পর্যটকের সংখ্যা আরও বেড়েছে। এ সময় চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ভারত, যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে উল্লেখযোগ্যসংখ্যক পর্যটক জাপান ভ্রমণ করেছেন।