একই অঞ্চলে আবের পর কিশিদাকে লক্ষ্য করে হামলা
জাপানের পশ্চিমাঞ্চলে নির্বাচনী সমাবেশে অংশ নেওয়াটা যেন দেশটির সাবেক এ বর্তমান প্রধানমন্ত্রীদের জন্য যেন বিপজ্জনক হয়ে উঠছে। এক বছরের কম সময় আগে, ২০২২ সালের জুলাই মাসে পশ্চিমাঞ্চলীয় নারা শহরে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে আততায়ীর গুলিতে প্রাণ হারান। প্রায় এক বছর পর আজ সকালে বর্তমান জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পশ্চিম জাপানের ওয়াকাইয়ামা এলাকায় হামলার মুখে পড়েন।
জাপানের স্থানীয় সময় শনিবার বেলা ১১টা বেজে ২৫ মিনিটে প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে সমবেত কয়েক শ মানুষের এক সমাবেশে সেই ঘটনা ঘটে। ওয়াকাইয়ামা ১ নম্বর নির্বাচনী এলাকায় পার্লামেন্টের নিম্নকক্ষের শূন্য একটি আসনের উপনির্বাচনে প্রধান ক্ষমতাসীন উদার গণতন্ত্রী দল এল ডি পি প্রার্থীর সমর্থনে বক্তব্য দিচ্ছিলেন কিশিদা। বক্তব্য শুরু করতেই এক ব্যক্তি কিছুটা দূর থেকে ধূম্র বোমা (স্মোক বোমা) ছুড়ে মারে। অবশ্য সেটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। পরে কিশিদাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে তাঁর নিরাপত্তা রক্ষী দল এক সন্দেহভাজনকে আটক করেছে।
গত বছরের ৮ জুলাই নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হত্যার শিকার হন আবে। নারা শহরে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এক প্রার্থীর সমর্থনে ভাষণ দেওয়ার সময় এক বন্দুকধারী আবেকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়েন। গুলিবিদ্ধ হয়ে আবে মাটিতে গড়িয়ে পড়েন। গুলির পর দ্রুত শিনজো আবেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ পর্যন্ত জীবনরক্ষা হয়নি।