‘ফ্রিডম শিল্ড ২৩’ নামের মহড়াটি ১৩ মার্চ শুরু হয়। ১১ দিনের মহড়াটি নিয়ে তীব্র আপত্তি জানিয়ে আসছে পিয়ংইয়ং। তাই মহড়া শুরুর আগে-পরে পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র ছুড়ে শক্তি প্রদর্শন করল।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, স্থানীয় সময় আজ বেলা ১১টা ৫ মিনিটে ক্ষেপণাস্ত্রটি ছোড়ে পিয়ংইয়ং। উত্তর পিয়ংগান প্রদেশের তংচাং-রি এলাকা থেকে পূর্ব সাগর অভিমুখে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি ৮০০ কিলোমিটার পথ অতিক্রম করে।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার এই ঘটনাকে মারাত্মক উসকানি বলে অভিহিত করেছে সিউল। তারা বলেছে, এই ক্ষেপণাস্ত্র ছুড়ে পিয়ংইয়ং জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি জাপানও নিশ্চিত করেছে। তারা এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।