গোতাবায়াকে ১৪ দিনের ‘ভিজিট পাস’ দিয়েছে সিঙ্গাপুর

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে
ফাইল ছবি: রয়টার্স

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেকে ১৪ দিনের স্বল্পমেয়াদি ‘ভিজিট পাস’ দিয়েছে সিঙ্গাপুর। আজ বৃহস্পতিবার এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সরকারবিরোধী তুমুল বিক্ষোভের মুখে ১৩ জুলাই শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে যান দেশটির তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া। পরদিন ১৪ জুলাই তিনি মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুরে গিয়ে পদত্যাগপত্র পাঠান তিনি।

গোতাবায়ার সিঙ্গাপুরে প্রবেশের পর দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানায়, তিনি ব্যক্তিগত সফরে এসেছেন।

গোতাবায়ার সিঙ্গাপুরে অবস্থান সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাবে একটি বিবৃতি প্রচার করেছে দেশটির ইমিগ্রেশন ও চেকপয়েন্ট কর্তৃপক্ষ। তারা বলেছে, সিঙ্গাপুরে অবতরণের পর গোতাবায়াকে একটি স্বল্পমেয়াদি ভিজিট পাস (এসটিভিপি) দেওয়া হয়।
সিঙ্গাপুরভিত্তিক দ্য স্ট্রেইট টাইমস পত্রিকার প্রতিবেদনে বলা হয়, গোতাবায়া ১৪ জুলাই সিঙ্গাপুরে অবতরণ করলে তাঁকে ১৪ দিনের ভিজিট পাস দেওয়া হয়েছে।

গত সপ্তাহে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, গোতাবায়া সিঙ্গাপুরে আশ্রয় চাননি। আর তাঁকে আশ্রয় দেওয়াও হয়নি।

সিঙ্গাপুরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলেছে, শ্রীলঙ্কা থেকে যাঁরা ‘সোশ্যাল ভিজিট’-এর আওতায় সে দেশে আসেন, তাঁদের সাধারণত সর্বোচ্চ ৩০ দিনের জন্য এসটিভিপি ভিসা দেওয়া হয়। তারপরও যাঁদের সিঙ্গাপুরে অবস্থান করতে হবে, তাঁরা এসটিভিপি ভিসার মেয়াদ বাড়াতে অনলাইনে আবেদন করতে পারেন।