চীন ও হংকংয়ের কিছু কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র ও চীনের জাতীয় পতাকার কোলাজফাইল ছবি: রয়টার্স

হংকংয়ের গণতন্ত্রপন্থী ১৪ কর্মীকে দোষী সাব্যস্ত করে আদালতের রায়ের ঘটনায় চীন ও হংকংয়ের কিছু কর্মকর্তার ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ ঘোষণা দেয়।

হংকংয়ের উচ্চ আদালত গতকাল বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা আইনের অধীন গণতন্ত্রপন্থী ওই ১৪ কর্মীকে দোষী সাব্যস্ত করেন। এই দিন ঐতিহাসিক ওই নাশকতা মামলায় দুজনকে খালাস দেওয়া হয়। এই রায় শহরটিতে আইনের শাসন ও বৈশ্বিক অর্থনীতির অন্যতম কেন্দ্র হিসেবে এর যে খ্যাতি রয়েছে, তাতে আরেকটি বড় ধাক্কা বলে মনে করেন সমালোচকেরা।

শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে বলেন, হংকংয়ে গণতন্ত্রপন্থী সংগঠকদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের অধীন ঘোষিত অন্যায্য রায় নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। বিবাদীরা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বিচারের শিকার হয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের কারণে তাঁদের কারাগারে পাঠানো হয়েছিল। অথচ হংকংয়ের আইনের আওতায় তাঁদের এ ধরনের কর্মকাণ্ড করার অধিকার রয়েছে।

ম্যাথু মিলার বলেন, এই রায়ের মাধ্যমে জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য দায়ী চীন ও হংকংয়ের কর্মকর্তাদের ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার নাশকতা মামলায় যে রায় হয়েছে, সেটা হংকংয়ের ইতিহাসের সবচেয়ে বড়। তিন বছর আগে এক ভোরে শহরটির বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে গণতন্ত্রপন্থী ৪৭ ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল হংকংয়ের পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের অধীন নাশকতা করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। হংকংয়ে এই আইন চালু করেছে চীন।

ম্যাথু মিলার বলেন, ভিন্নমতের শান্তিপূর্ণ ব্যক্তিদের দমনে অস্পষ্ট জাতীয় নিরাপত্তা আইনটির ব্যবহার বন্ধ করতে চীন ও হংকং কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।