নেপালে ভূমিধসে শিশুসহ নিহত ৯
নেপালের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিতে ভূমিধসে তিন শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছে। আজ শনিবার দেশটির একজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
নেপালের জাতীয় দুর্যোগ ও প্রশমন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র দিজান ভট্টরাই বলেন, ভূমিধসে গুলমি জেলার মালিকা গ্রামের একটি ঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে একই পরিবারের পাঁচ সদস্য নিহত হন। দুর্ঘটনার সময় তাঁরা ঘুমাচ্ছিলেন। তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে দুটি শিশু রয়েছে।
গুলমির পার্শ্ববর্তী সিয়ানজা জেলায়ও ভূমিধসে এক নারী ও তাঁর তিন বছর বয়সী কন্যাসন্তান নিহত হয়েছে। এ ছাড়া বাগলুং জেলায়ও ভূমিধসে আরও দুই ব্যক্তি নিহত হয়েছেন।
জুনের মাঝামাঝি থেকে নেপালে বর্ষাকাল শুরু হয়েছে। তখন থেকে এ পর্যন্ত বন্যা, ভূমিধস ও বজ্রপাতে নেপালজুড়ে অন্তত ৩৫ জনের প্রাণহানি ঘটেছে। সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত এই বৃষ্টি থাকবে।