সিডনিতে গাড়িবন্দী অবস্থায় গরমে এক বাংলাদেশি শিশুর মৃত্যু

সন্তানকে হারিয়ে দিশাহারা বাবা
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে গাড়িবন্দী অবস্থায় প্রচণ্ড গরমে তিন বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সিডনির স্থানীয় সময় বেলা তিনটায় গ্ল্যানফিল্ডের রেলওয়ে প্যারেডে এ ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, সকালের দিকে শিশুটিকে গাড়িতে রেখে ভুলে চলে যান বাবা। বেলা তিনটা নাগাদ ফিরে এসে তিনি শিশুটিকে অচেতন অবস্থায় দেখে প্রাথমিক চিকিৎসা দেওয়াসহ জরুরি সেবায় ফোন করেন। তাৎক্ষণিক প্যারামেডিক এসে শিশুটিকে মৃত ঘোষণা করে। এ সময় গ্ল্যানফিল্ডের তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছিল।

ঘটনা তদন্তে শিশুটির বাবা ক্যাম্পবেলটাউন থানায় পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করছেন। এ নিয়ে ক্যাম্পেলটাউন কমিউনিটির বাংলাদেশি সমাজসেবক আবুল সরকার তথ্য দিয়ে বলেন, ‘যতটুকু জানতে পেরেছি, বড় ছেলেকে স্কুলে এবং ছোট ছেলেকে ডে-কেয়ার সেন্টারে পৌঁছে দিতে গিয়েছিলেন তাঁদের বাবা। বড় ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে ছোট ছেলেকেও নামিয়ে দিয়েছেন ভেবে তাকে গাড়িতে রেখেই ফিরে আসেন তিনি। তবে বিকেলে বড় ছেলেকে স্কুল থেকে নিয়ে গাড়িতে উঠে দেখেন, ছোট ছেলে পেছনের সিটের নিচে পড়ে আছে।’

এ ঘটনায় সিডনির স্থানীয় বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শিশুদের গাড়িতে একা না রেখে যাওয়ার জন্য বারবার সতর্কবার্তা জারি করে দেশটির সড়ক বিভাগ। বলা হয়, গ্রীষ্মকালে গাড়ির ভেতরের তাপমাত্রা বাইরের চেয়ে দ্বিগুণ হয়ে যায়। আর এ ধরনের দুর্ঘটনা অস্ট্রেলিয়ায় অনেক ঘটতে দেখা যায়। গত বছর এ ধরনের চার হাজারের বেশি দুর্ঘটনা রেকর্ড করা হয়।