আগুনে পুড়ে গেল ম্যানিলার ঐতিহাসিক ডাকঘর

আগুনে পুড়ছে ঐতিহাসিক ডাকঘর। গতকাল ফিলিপাইনের ম্যানিলায়
ছবি: এএফপি

ফিলিপাইনের ম্যানিলায় ঐতিহাসিক ডাকঘরটি অনেকের কাছেই পরিচিত। এটি তৈরি হয়েছিল ১৯২৬ সালে। এর সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ অনেক ইতিহাস জড়িত রয়েছে। ২০১৮ সালে এই ভবনটিকে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী সম্পদ হিসেবে ঘোষণা করে ফিলিপাইনের জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। তবে গতকাল সোমবার ভয়াবহ আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেল ম্যানিলার ঐতিহাসিক এ ডাকঘর। আগুন লাগার কারণ অজানা। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন।

ফিলিপাইনের অগ্নি প্রতিরোধ ব্যুরোর তথ্য অনুযায়ী, গত রোববার রাতে ভবনটিতে আগুন লাগে। আগুনের শিখা ঐতিহাসিক ম্যানিলা সেন্ট্রাল পোস্ট অফিস ভবনটিকে গ্রাস করে। আগুন নেভাতে ৮০টির বেশি ফায়ার সার্ভিসের ট্রাক পাঠানো হয়। সাত ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

পোস্টমাস্টার জেনারেল লুইস কার্লোস বলেন, পাঁচতলা ভবনটির নিচতলা থেকে ওপর পর্যন্ত পুরোটাই পুড়ে গেছে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

অগ্নি প্রতিরোধ ব্যুরো জানায়, রাজধানী ম্যানিলা সব অগ্নিনির্বাপক ট্রাক কাজে লাগানো হয়। এতে ৫৮০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জন ফায়ার সার্ভিসের সদস্য।

১৯২৬ সালে নির্মিত পোস্ট অফিসটিকে একসময় ম্যানিলার সবচেয়ে সুন্দর ভবন হিসেবে বিবেচনা করা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের কাছ থেকে এই ভবনের দখল নেন মার্কিন সেনারা। ওই সময় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে ১৯৪৬ সালে এটি পুনর্নির্মাণ করা হয়। দুর্ঘটনার সময় ভবনটিতে চিঠি, পার্সেল, পোস্ট অফিসের স্ট্যামসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল।