তুরস্ক-সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচে আর কত মরদেহ

বিধ্বস্ত একটি ভবনে উদ্ধার তৎপরতা চলছে
ছবি: রয়টার্স

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত মানুষের সংখ্যা বেড়ে ৮ হাজার ৭০০ ছাড়িয়েছে। আজ বুধবার দেশ দুটির সরকারি কর্তৃপক্ষ ও চিকিৎসাকর্মীদের সূত্রে নিহত মানুষের এ সংখ্যা জানা গেছে।

শুধু তুরস্কে ৬ হাজার ২৩৪ জনের মৃত্যু হয়েছে। আর সিরিয়ায় মারা গেছে ২ হাজার ৪৭০ জন। সব মিলে নিহত মানুষের সংখ্যা হয়েছে ৮ হাজার ৭০৪।

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারের আশায় আজও উদ্ধারকারীরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন

গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এতে দুই দেশে ধসে পড়েছে হাজার হাজার ভবন। এসব ভবনের নিচে আটকা পড়েছে বহু মানুষ। তাদের উদ্ধারে চেষ্টা করে যাচ্ছেন উদ্ধারকারী ও সাধারণ মানুষ। তবে উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র ঠান্ডা, তুষারপাত ও বৃষ্টি।

আরও পড়ুন

দেশের এ দুর্যোগপূর্ণ অবস্থায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ১০টি প্রদেশে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা প্রকাশ করে বলছে, ভূমিকম্পে দুই দেশে ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হতে পারে।

আরও পড়ুন