কিমের উত্তরসূরি কি জু আয়ে?
কিম জং উন তাঁর কিশোরী মেয়ে কিম জু আয়েকে নিয়ে চীন সফরে গেছেন। এই প্রথম জু আয়ে বাবার সাথে সরকারিভাবে বিদেশ সফরে গেল। ২০২২ সালে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনে কিম প্রথম মেয়েকে জনসমক্ষে আনেন। বিশ্লেষকদের মতে, জু আয়ে উত্তর কোরিয়ার পরবর্তী নেতা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। কিম জং উন বা তার ফুপুরও এমন অভিজ্ঞতা নেই। ধারণা করা হয় জু আয়ের বয়স ১৩ বছর।