বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় ৩০ জনের মৃত্যু, কয়েক দিনেই বছরের সমান বৃষ্টি

চীনের বেইজিংয়ের হুয়াইরৌ এলাকায় বন্যা দেখা দেওয়ায় নিরাপদ স্থানে যেতে একজন প্লাস্টিকের নৌকায় বসে আছেন। ২৮ জুলাই, ২০২৫ছবি: রয়টার্স

চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় গতকাল সোমবার মধ্যরাত পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যেই বেইজিংয়ে প্রায় এক বছরের সমান বৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, গত বুধবার বেইজিং ও আশপাশের প্রদেশগুলোতে ভারী বৃষ্টি শুরু হয়। গতকাল সোমবার তা তীব্র আকার ধারণ করে। এক দিনেই রাজধানী বেইজিংয়ের উত্তরাঞ্চলে ৫৪৩ দশমিক ৪ মিলিমিটার (২১ দশমিক ৪ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অথচ বেইজিংয়ে বছরে গড় বৃষ্টির পরিমাণ প্রায় ৬০০ মিলিমিটার।

বেইজিংয়ের উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকাগুলোতে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৮ জন মিয়ুন এলাকায় ও দুজন ইয়ানকিং এলাকায় মারা গেছেন। তবে কখন, কীভাবে এসব প্রাণহানি হয়েছে, তা নিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

সিনহুয়া বলেছে, প্রবল বৃষ্টি শুরুর পর বেইজিংয়ের ৮০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বৃষ্টির কারণে সড়ক ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মধ্যরাত পর্যন্ত ১৩৬টি গ্রামে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন ছিল।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টি শুরু হওয়ার পর বেইজিংয়ের ৮০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বৃষ্টির কারণে সড়ক ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মধ্যরাত পর্যন্ত ১৩৬টি গ্রামে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন ছিল।

গতকাল রাতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, বেইজিংসহ হেবেই, জিলিন ও শানডং প্রদেশে বেশ প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গত এলাকায় ‘সর্বাত্মক’ অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংও বলেছেন, বেইজিংয়ের মিয়ুন এলাকায় প্রবল বৃষ্টি ও বন্যায় ‘উল্লেখজনক প্রাণহানির’ ঘটনা ঘটেছে।

গতকাল বেইজিং সর্বোচ্চ বৃষ্টি ও বন্যা সতর্কতা জারি করেছে। নগরবাসীকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়।

বেইজিং কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বলেছে, নিম্নাঞ্চলের নদীগুলোর পানি বিপৎসীমার ওপরে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই এসব নদী থেকে দূরে থাকার জন্য স্থানীয় লোকজনকে বলা হয়েছে।

বেইজিংয়ের উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকাগুলোতে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৮ জন মিয়ুন এলাকায় ও দুজন ইয়ানকিং এলাকায় মারা গেছেন। তবে কখন, কীভাবে এসব প্রাণহানি হয়েছে, তা নিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

এদিকে বন্যা মোকাবিলায় বেইজিংকে সহায়তা করতে জরুরি ভিত্তিতে ২০ কোটি ইউয়ান (প্রায় ২ কোটি ৭৯ লাখ ডলার) বরাদ্দ দেওয়া হচ্ছে বলে আজ মঙ্গলবার জানিয়েছে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন।

এ ছাড়া আজই চীনের অর্থ মন্ত্রণালয় বেইজিংসহ অন্য প্রদেশে দুর্যোগ মোকাবিলায় আরও ৩৫ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে।