উইদোদোর সমর্থিত প্রার্থী সুবিয়ান্তোর বিজয় দাবি

প্রাবোও সুবিয়ান্তো

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় দাবি করেছেন প্রাবোও সুবিয়ান্তো। তিনি বেসরকারি ফলাফলেও এগিয়ে ছিলেন। বুধবার দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সরকারি ফল ঘোষণার ফল তাঁর পক্ষে গেলে তিনি জনপ্রিয় বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর স্থলাভিষিক্ত হতে পারেন।

পর্যবেক্ষকদের দাবি, নির্বাচনী প্রচার-প্রচারণায় সুবিয়ান্তোকে পরোক্ষভাবে সমর্থন দিয়েছেন উইদোদো। ৭২ বছর বয়সী সাবেক জেনারেল সুবিয়ান্তো নিজের বিজয় দাবি করে জাকার্তায় ভাষণ দেন। তিনি বলেন, দ্রুত গণনা দেখা গেছে তিনি প্রথম রাউন্ডেই ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জিতেছেন। নিজেকে বিজয়ী দাবি করলেও সুবিয়ান্তো বলেছেন, নির্বাচন কমিশনের ঘোষিত ফলের জন্য তিনি অপেক্ষা করবেন। তিনি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সবাইকে শান্ত থাকারও আহ্বান জানান তিনি।

পোলস্টারদের প্রকাশিত বেসরকারি প্রাথমিক ফলাফলে দেখানো হয়, প্রাবোও ৫৫ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রচার দল দাবি করে, সম্পূর্ণ বিজয়ের বিষয়ে তাঁরা আত্মবিশ্বাসী।

দেশটির ত্রিমুখী নির্বাচনে সুবিয়ান্তোর প্রতিপক্ষ জাকার্তার সাবেক গভর্নর অ্যানিস বাসওয়েদান ও মধ্য জাভার সাবেক গভর্নর গাঞ্জার প্রানোও বলেন, তাঁরা নির্বাচন কমিশনের ফলের জন্য অপেক্ষা করবেন।

১৯৯৮ সালে সুহার্তোর একনায়কত্বের অবসানের পর দেশটিতে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে প্রায় ২০ কোটি ৫০ লাখ ভোটার ভোট দেন।

২৭ কোটি জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় নির্বাচন ঘিরে গতকাল কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।  পুলিশের ২৫ হাজারের বেশি সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন। পাঁচ বছরের দুই মেয়াদ শেষে এবার দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন জোকো উইদোদো। এবারের নির্বাচন ছিল ত্রিমুখী। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ান্তো নির্বাচনের আগেই জনমত জরিপে বেশ এগিয়ে ছিলেন। অন্য দুই প্রার্থী হলেন জাকার্তার সাবেক গভর্নর অ্যানিস বাসওয়েদান এবং মধ্য জাভার সাবেক গভর্নর গাঞ্জার প্রানোও।