রানির শেষকৃত্যে যোগ দিচ্ছেন জাপানের সম্রাট

স্কটল্যান্ডের বালমোরালে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে
ছবি: রয়টার্স

জাপানের সম্রাট নারুহিতো ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দেবেন।  সরকারি সূত্রের বরাত দিয়ে জাপানের সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

ঐতিহ্যগতভাবে জাপানের সম্রাট দেশে কিংবা বিদেশে আয়োজিত অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে সাধারণত উপস্থিত থাকেন না। এ কারণে সম্রাট নারুহিতোর এই পরিকল্পনাকে ব্যতিক্রমী হিসেবে ভাবা হচ্ছে।

১৯৯৩ সালে জাপানের সাবেক সম্রাট আকিহিতো বেলজিয়ামের প্রয়াত রাজা বদুইনের শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দেন। সম্রাট নারুহিতো পিতার অনুসৃত পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে পরে জানান এ মাসের ২৭ তারিখে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় তিনি উপস্থিত থাকবেন না। সম্রাটের পরিবর্তে যুবরাজ ফুমিহিতো সেই অনুষ্ঠানে যোগ দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
ব্রিটেনের রাজপরিবারের সঙ্গে জাপানের সম্রাট পরিবারের দীর্ঘদিনের ঐতিহাসিক সখ্য রয়েছে। সম্রাটের পরিবারের অনেকেই নিজেদের ছাত্রজীবনের একটি অংশ কাটিয়েছেন ব্রিটেনে। সম্রাট নারুহিতোও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণ করেন।

আরও পড়ুন

সম্রাটের পরিবারের ব্যবস্থাপনার দায়িত্বপালন করে জাপানের ইম্পেরিয়াল হাউসহোল্ড এজেন্সি। তারা বলছে, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে সম্রাট দম্পতি ও সেই সঙ্গে সাবেক সম্রাট আকিহিতো এবং সাবেক সম্রাজ্ঞী মিচিকো শুক্রবার থেকে তিন দিনের শোক পালন করছেন।

১৯ সেপ্টেম্বর রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। সেখানে যোগ দিতে যাবেন নারুহিতো। ২০১৯ সালের মে মাসে সিংহাসনে আরোহণের পর থেকে সম্রাট নারুহিতোর এটিই প্রথম বিদেশ সফর।

আরও পড়ুন

২০২০ সালে সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকোর প্রথম রাষ্ট্রীয় সফর হিসাবে ব্রিটেন যাওয়ার পরিকল্পনা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের কারণে সেই ভ্রমণ পরিকল্পনা বাতিল করে দিতে হয়। সাবেক সম্রাট আকিহিতো যুবরাজ থাকা অবস্থায় ১৯৫৩ সালে রানি এলিজাবেথের অভিষেকে সম্রাট হিরোহিতোর পক্ষে যোগ দিয়েছিলেন। সম্রাট হিরোহিতো নিজেও পরবর্তীতে ১৯৭১ সালে ব্রিটেন সফর করে দুই দেশের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলা অবস্থায় দেখা দেয়া তিক্ততার অবসানে ভূমিকা রেখেছিলেন। বর্তমান সম্রাটের পিতা সাবেক সম্রাট আকিহিতো ১৯৯৮ সালে প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসাবে ব্রিটেনকে বেছে নিয়েছিলেন। পরে ২০১২ সালে রানি এলিজাবেথের অভিষেকের হীরক জয়ন্তীতে আরও একবার তিনি ব্রিটেন সফর করেন।

জাপানের সম্রাজ্ঞী মাসাকো বেশ কিছুদিন ধরেই অসুস্থ। দেশটির সংবাদমাধ্যম বলছে, সুস্থবোধ করলে স্বামীর সঙ্গে তিনি ব্রিটেন সফরে তিনি যাবেন।