তাজিকিস্তানে ৬.৮ মাত্রার ভূমিকম্পের আঘাত

তাজিকিস্তানে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে
ছবি: গুগল ম্যাপ

তাজিকিস্তানের পূর্বাঞ্চলে আজ বৃহস্পতিবার ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এমন তথ্য জানিয়েছে।

তাজিকিস্তানের স্থানীয় সময় ভোর ৫টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। উৎপত্তিস্থলে ভূমিকম্পের গভীরতা ছিল ২০.৫ কিলোমিটার।

ইউএসজিএস বলছে, ভূমিকম্পের কারণে জনগোষ্ঠীর একটা অংশ ভূমিধসের কবলে পড়তে পারে।

আফগানিস্তান ও চীন সীমান্তের পূর্বাঞ্চলে আধা স্বায়ত্তশাসিত গোর্নো-বাদাখসান ভূমিকম্পের উৎপত্তিস্থল হতে পারে। ছোট পাহাড়ি শহর মারঘোব থেকে গোর্নো-বাদাখসানের দূরত্ব ৬৭ কিলোমিটার।

ভূমিকম্পের ২০ মিনিট পর ৫.০ মাত্রার ও ৪.৬ মাত্রার পরাঘাত আঘাত হানে। কম জনবহুল অঞ্চলটি পামির পর্বতমালা ও সারেজ হ্রদবেষ্টিত। সারেজ হ্রদটি তাজিকিস্তানের বড় হ্রদগুলোর মধ্যে একটি। ১৯১১ সালে ভূমিকম্পে এই হ্রদের উৎপত্তি।

আরও পড়ুন

তাজিকিস্তানে প্রায়ই বন্যা, ভূমিকম্প, ভূমিধস, তুষারধসের ঘটনা ঘটে। ১৫ ফেব্রুয়ারি গোর্নো-বাদাখসানে তুষারধসে নয়জনের মৃত্যু হয়েছে। ওই একই দিনে রাজধানী দুশানবে তুষারধসে একজনের মৃত্যু হয়।

৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পের আঘাতে তুরস্ক ও সিরিয়ায় নিহত মানুষের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। গতকাল নেপালেও ভূমিকম্প হয়েছে।

আরও পড়ুন