হাতঘড়ির আলোয় বাঁচল জীবন

হাত ঘড়ি

অন্য দিনের মতো সেদিনও নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন উইল ফ্রানসেন। তবে তাঁর সঙ্গে সেদিন ‘লাইফ জ্যাকেট’ ছিল না। মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে যান। ২৩ ঘণ্টা পর তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। হাতঘড়ির আলো দিয়ে উদ্ধারকারীদের মনোযোগ আকর্ষণ করেন তিনি। এরপর তাঁকে উদ্ধার করা হয়।

গত বুধবার নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ড উপকূলে এ ঘটনা ঘটে। এর আগের দিন বিকেলের দিকে নৌকা থেকে সাগরে পড়েন ফ্রানসেন। পরদিন বিকেলে তাঁকে উদ্ধার করা হয়। উইল ফ্রানসেন বলেন, তিনি অনেক সৌভাগ্যবান। হাতঘড়ির আলো তাঁর প্রাণ বাঁচিয়েছে।

নৌকা থেকে পড়ার পর অনেকটা সময় তাঁকে সাঁতার কেটে থাকতে হয় বলে জানান ফ্রানসেন। বললেন, নৌকা থেকে পড়ে যাওয়ার পরে একটি হাঙর কিছুক্ষণের জন্য তাঁর পাশে এসেছিল। তবে তিনি আতঙ্কিত হননি। হাঙর সরে যাওয়ার অপেক্ষা করেছিলেন।

কিছুটা দূর দিয়ে যাওয়া নৌকার আরোহীদের মনোযোগ আকর্ষণ করতে হাতে থাকা ঘড়িটির আলোর সাহায্য নিয়েছেন বলে জানান ফ্রানসেন। গত বৃহস্পতিবার নিউজিল্যান্ডের একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি জানতাম এ অবস্থায় আমার জীবিত উদ্ধার হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে আমি সব সময় একজন আশাবাদী মানুষ। ফলে আশা ছাড়িনি। তাই যতটা সম্ভব হাতঘড়িটি দিয়ে মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছিলাম।’

গত বুধবার বিকেলের ঘটনা। ফ্রানসেনের কিছুটা দূর দিয়ে একটি নৌকা যাচ্ছিল। তাঁর ঘড়ির আলো দেখে নৌকার আরোহীরা পানিতে কেউ একজন ভাসছেন বলে আন্দাজ করতে পারেন। পরে কাছাকাছি এসে ফ্রানসেনকে পানি থেকে উদ্ধার করেন তাঁরা।

সেই নৌকার আরোহীদের একজন জেমস ম্যাকডনেল বলেন, ‘আমরা যখন ফ্রানসেনকে পানি থেকে তুলি, তখন তাঁর সারা শরীর ছিল হিমশীতল। মুখ থেকে শুরু করে সব ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এটা অবিশ্বাস্য একটা ঘটনা। অনেকেই হয়তো এই গল্পটা বিশ্বাস করবেন না।’

উইল ফ্রানসেন জানালেন, এখন থেকে নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে গেলে নিজের সুরক্ষার ব্যাপারে আরও বেশি যত্নবান হবেন তিনি।