মুক্তিযুদ্ধের বন্ধু মার্ক টালি আর নেই
খ্যাতনামা সাংবাদিক মার্ক টালি ৯০ বছর বয়সে আজ রোববার ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে মারা গেছেন। একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি বিবিসির দক্ষিণ এশিয়াবিষয়ক সংবাদদাতা হিসেবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন। শরণার্থীশিবির ও যুদ্ধের খবর পাঠিয়ে আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশ সরকার তাঁকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’য় ভূষিত করে। মার্ক টালি দীর্ঘদিন বিবিসির ভারত ব্যুরোপ্রধান ছিলেন। তাঁর জন্ম ১৯৩৫ সালে কলকাতায়।