দক্ষিণ কোরিয়ার বিরোধী নেতাকে ছুরিকাঘাত
দক্ষিণ কোরিয়ার বিরোধী দলের নেতা লি জায়ে-মিউংকে ছুরিকাঘাত করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে দেশটির বন্দর শহর বুসানে এক সংবাদ সম্মেলনে বিরোধী ডেমোক্রেটিক পার্টির এই নেতাকে ছুরিকাঘাত করা হয়। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
২০২২ সালে দক্ষিণ কোরিয়ার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে লি জায়ে-মিউং অল্প ব্যবধানে হেরেছিলেন।
লি জায়ে-মিউংয়ের ঘাড়ের বাঁ পাশে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থল থেকে হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
ছুরিকাঘাতে লি জায়ে-মিউংয়ের ঘাড়ে প্রায় এক সেন্টিমিটার গভীর ক্ষত তৈরি হয়েছে।
ইয়োনহাপ নিউজ এজেন্সি জানায়, ছুরিকাঘাতের শিকার হওয়ার পর লি জায়ে-মিউংকে হেলিকপ্টারে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, ছুরিকাঘাতের শিকার হওয়ার পর লি জায়ে-মিউংয়ের জ্ঞান ছিল। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
পুলিশ জানিয়েছে, লি জায়ে-মিউংয়ের জখম তাঁর জীবনের জন্য হুমকিস্বরূপ নয়।