মিয়ানমারে ১৪ জনকে হত্যা করেছে জান্তা বাহিনী

সেনা অভিযানে জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সেসের (পিডিএফ) ছয় সদস্য নিহত হয়েছেন।
ছবি: সংগৃহীত

মিয়ানমারের উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে অন্তত ১৪ জনকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। নিহত ব্যক্তিদের মধ্যে জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সেসের (পিডিএফ) ছয় সদস্য রয়েছেন। অন্যরা বেসামরিক জনগণ বলে জানা গেছে। গত শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির সরকারকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতায় আসে সেনাবাহিনী। সেনাপ্রধান মিন অং হ্লাইং এ সামরিক অভ্যুত্থানের প্রধান কারিগর। ওই সময় সু চিসহ তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) বেশ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন অভিযোগে তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা করেছে জান্তা সরকার। ইতিমধ্যে জান্তার আদালত বিভিন্ন মামলায় সব মিলিয়ে সু চির বিরুদ্ধে ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছেন।

এরপর জান্তা সরকারের বিরুদ্ধে দেশব্যাপী লড়াই শুরু করে পিডিএফসহ বিভিন্ন সংগঠন। জান্তা সরকারের সেনারা মিয়ানমারের উত্তরাঞ্চলের বিভিন্ন গ্রামে পিডিএফ সদস্যদের দমনে অভিযান চালাচ্ছেন।

আরও পড়ুন

সেনাবাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাগাং ও মগওয়ে অঞ্চলে পিডিএফ সদস্যের ধরতে অভিযান চালানো হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে সংঘর্ষে কতজন নিহত বা আহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

সাগাং অঞ্চলের সন চং গ্রামের দুজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, শুক্রবার সকালে সেনাবাহিনী অভিযান চালায়। এতে পিডিএফের ছয় সদস্য নিহত হয়েছেন। অন্যরা সাধারণ মানুষ।