মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলা, শিশুসহ নিহত ১৫

মিয়ানমার সেনাবাহিনীর টহলফাইল ছবি: রয়টার্স

মিয়ানমারের উত্তর–পশ্চিমাঞ্চলে একটি গ্রামে বিমান হামলায় শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। স্থানীয় গণমাধ্যম গত রোববার এ তথ্য জানায়। তবে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে হামলার এ ঘটনাকে ‘ভুয়া খবর’ বলে দাবি করা হয়েছে। দেশটির টেলিভিশন চ্যানেল এমআরটিভি বলছে, ওই সময় সেই এলাকায় তাদের কোনো উড়োজাহাজ ছিল না।

রোববার স্থানীয় সময় সকাল সোয়া ১০টার দিকে তামু জেলার খাম্পাত টাউনশিপের একটি গ্রামে এ হামলা হয়। তবে দুই জন প্রত্যক্ষদর্শী নিরাপত্তাহীনতার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, মৃতের সংখ্যা আরও বেশি।

প্রত্যক্ষদর্শীদের মধ্যে পুরুষ ব্যক্তিটি বলেন, হামলার সময় জান্তাদের একটি যুদ্ধবিমান তিনি দেখতে পেয়েছেন। হামলায় আট শিশুসহ ১৯ জন নিহত হয়েছেন।

এই ব্যক্তি আরও বলেন, গ্রামের দুটি গির্জাকে লক্ষ্য করে প্রথম বোমা হামলাটি চালানো হয়। আর দ্বিতীয়টি চালানো হয় ভবন ছেড়ে পালিয়ে যাওয়া লোকজনের ওপর। তাঁদের বেশির ভাগই গির্জার বাইরের এলাকায় মারা গেছেন।

এই প্রত্যক্ষদর্শী বলেন, যুদ্ধবিমান থেকে ছয়টি বোমা ফেলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী আরও বলেন, (জান্তা) দুটি গির্জাকে লক্ষ্য করে হামলা চালানো হলেও বোমাগুলো আঘাত হেনেছে গির্জার বাইরের কিছু বাড়িঘরে। আরেকটি বোমা আঘাত হেনেছে কমিউনিটি স্কুলের কাছে।

গ্রামটি এখন জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াইরত পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) নিয়ন্ত্রণে। জান্তা বাহিনী এই গ্রুপকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে।

মিয়ানমারে ২০২১ সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলকারী সেনাবাহিনী সম্প্রতি উত্তরাঞ্চলের বিদ্রোহী ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর প্রবল প্রতিরোধের মুখে পড়েছে। বিদ্রোহী ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর একটি জোট ইতিমধ্যে বিভিন্ন সামরিক ঘাঁটি ও মিয়ানমারের সঙ্গে চীনের বাণিজ্যপথের উল্লেখযোগ্য অংশ দখল করে নিয়েছে।

বিশ্লেষকেরা বলেন, বিদ্রোহী ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর প্রবল প্রতিরোধের কারণে মিয়ানমারের জান্তা সরকার ব্যাপক হুমকির মুখে পড়েছে।

সম্প্রতি মিয়ানমারের উত্তরাঞ্চলের শান রাজ্যের সীমান্তবর্তী একটি শহরকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে দেশটির ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সশস্ত্র সদস্যরা। শহরটি অনলাইন প্রতারণার এলাকা হিসেবে পরিচিত। বিদ্রোহীদের নতুন এ শহর দখল মিয়ানমানের জান্তা সরকারের জন্য একটি বড় ধাক্কা।