এখন দুতার্তেকে কী করা হবে
৮০তম জন্মদিনের ঠিক ১৬ দিন আগে আজ মঙ্গলবার গ্রেপ্তার হলেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছেন—এমন অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানার আওতায় ম্যানিলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগেও ফিলিপাইনের সাবেক নেতারা গ্রেপ্তার হয়েছেন। যেমন দুর্নীতির দায়ে ২০০১ সালে জোসেফ এস্রাদা এবং ২০১১ সালে গ্লোরিয়া অ্যারিও গ্রেপ্তার হন। তবে দুতার্তে প্রথম, যিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি হতে পারেন।
আইসিসি মামলায় কাউন্সিলের সহকারী হিসেবে কাজ করছেন ফিলিপাইনের আইনজীবী ক্রিস্টিনা কন্টি। তিনি বলেন, দুতার্তেকে নেদারল্যান্ডসের হেগে আইসিসির ‘কাছাকাছি’ কোনো আটককেন্দ্রে নেওয়া হবে। এ জন্য তাঁকে যে ফ্লাইট পাওয়া যাবে, তাতেই তোলা হতে পারে। এই আইনজীবী আরও বলেন, গ্রেপ্তারি পরোয়ানায় সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরাই অভিযুক্তকে হেগে আদালতে হাজির করবেন।
ফিলিপাইনের প্রেসিডেনশিয়াল প্যালেসের তথ্যমতে, আজ ভোরের দিকে ইন্টারপোল ম্যানিলা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার একটি কপি পায়। এরপর ফিলিপাইনের প্রসিকিউটর জেনারেল পদক্ষেপ নেন। হংকং থেকে ফিরে ম্যানিলার মাটিতে পা রাখতেই বিমানবন্দরে দুতার্তেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারি পরোয়ানায় মাদকের বিরুদ্ধে দুতার্তের অভিযানকে সহিংস বলে উল্লেখ করা হয় এবং সুস্পষ্টভাবে বলা হয়, ‘মানবতাবিরোধী হত্যাকাণ্ড’ ছিল এ অভিযান।
২০২১ সালের ১৫ সেপ্টেম্বর দুতার্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে আইসিসি। বলা হয়, মাদকবিরোধী সেই যুদ্ধের নামে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে, যার বেশির ভাগই দরিদ্র। দুই মাস পর ম্যানিলা জানায়, মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশ, ভাড়াটে খুনি ও সশস্ত্র ব্যক্তিদের হাতে সংঘটিত বেশ কিছু মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত করছে তারা। এরপর আইসিসি তাদের তদন্ত স্থগিত করেন।
আদালতের এখতিয়ারের অভাব রয়েছে উল্লেখ করে ফিলিপাইনের করা আপত্তিটি পাঁচ বিচারকের প্যানেলে খারিজ হয়ে যাওয়ার পর ২০২৩ সালের জুলাই মাসে আইসিসি পুনরায় তদন্ত শুরু করেন।
নিহত ব্যক্তিদের সংখ্যা নিয়ে ভিন্নতা থাকলেও হেগের প্রসিকিউটররা বলছেন, ‘তথাকথিত মাদকবিরোধী যুদ্ধের নামে যত বেসামরিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে’, সে সংখ্যা ১২ হাজার থেকে ৩০ হাজার হবে।
দুতার্তে ২০১৬ সালের জুন থেকে ২০২২ সালের জুন পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
আইসিসিকে তদন্তে সহযোগিতা না করার দীর্ঘস্থায়ী নীতি ছিল ফিলিপাইনের। দেশটির ভাষ্য ছিল, এসব বিষয় ট্রাইব্যুনালের এখতিয়ারবহির্ভূত এবং এর মধ্য দিয়ে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হচ্ছে।
ট্রাইব্যুনাল দুতার্তের সময়কার নির্বিচার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তদন্ত শুরু করলে দুতার্তে তাঁর সরকারকে আইসিসির প্রতিষ্ঠাতা চুক্তি রোম স্ট্যাচু (সংবিধি) থেকে বেরিয়ে আসতে নির্দেশ দেন। তবে ট্রাইব্যুনাল তখন বলেছিলেন, আইসিসি থেকে বের হয়ে আসার আগপর্যন্ত ঘটা হত্যাকাণ্ড নিয়ে তাঁদের বিচার করার এখতিয়ার আছে।
এদিকে বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস ২০২২ সালে নির্বাচিত হয়ে আসার পরও আইসিসির সদস্যপদ পুনরুদ্ধারে আগ্রহী হননি। ভাইস প্রেসিডেন্ট পদে দুতার্তের মেয়ে সারা ছিলেন তাঁর রানিং মেট। এমনকি ফার্দিনান্দ আইসিসির তদন্তে সহযোগিতা করা থেকে বিরত রয়েছেন।
তবে দুটি প্রভাবশালী পরিবারের মধ্যকার সম্পর্কে ভাটা পড়লে মার্কোসের অবস্থানে সূক্ষ্ম পরিবর্তন আসে। তিনি বলেন, দুতার্তেকে গ্রেপ্তারে আইসিসি ইন্টারপোলের সহযোগিতা চাইলে, সেখানে ইন্টারপোলের সদস্য হিসেবে তাদের সহযোগিতা করতে ম্যানিলার বাধ্যবাধকতা আছে।
গত রোববার হংকংয়ে দুতার্তে এক সমাবেশে তাঁর শত শত সমর্থকের উদ্দেশে বলেন, ফিলিপাইনের মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করাই ছিল একই মাদকবিরোধী যুদ্ধের কারণ। আর এসব করেছেন দেশের স্বার্থে। তিনি আরও বলেছেন, তাঁকে গ্রেপ্তার করা হলে তিনি এটা ‘মেনে নেবেন’। তবে আজ গ্রেপ্তার হওয়ার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি তাঁকে আটকের বৈধতাকে চ্যালেঞ্জ করেন। সেখানে তিনি বলেন, ‘এখানে কোন আইনে (গ্রেপ্তার করা হয়েছে) আর অপরাধটা কী, যেটা আমি করেছি? আমাকে এখানে রাখার আইনি ভিত্তি কী, তা এখন প্রমাণ করুক।’