পাকিস্তানের আকাশসীমা বন্ধ, যাত্রীদের সতর্ক করল ভারতের দুই বিমান পরিবহন সংস্থা
পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর যাত্রীদের সতর্ক করা হয়েছে। ভারতের প্রধান দুই বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো বলেছে, ফ্লাইটের পথ পরিবর্তনের কারণে কিছু আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি প্রভাবিত হতে পারে। আর এ কারণে ‘বিকল্প দীর্ঘ পথ গ্রহণ’ করতে হতে পারে তাদের।
গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পৃথক বিবৃতিতে এ আশঙ্কার কথা জানায় এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিমান সংস্থা দুটি যাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, যাত্রা শুরুর আগে তাঁরা যেন ফ্লাইটের সময় ও সূচি যাচাই করে নেন। একই সঙ্গে তারা এ–ও বলেছে, পাকিস্তানের এ সিদ্ধান্তে বিকল্প পথ ব্যবহার করা ছাড়া উপায় নেই।
এয়ার ইন্ডিয়া বিবৃতিতে বলেছে, ‘ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার কারণে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইটে এর প্রভাব পড়তে পারে। এসব গন্তব্যে ফ্লাইট চলাচলে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। এই অসুবিধার জন্য যাত্রীদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বিকল্প পথ ব্যবহার করা ছাড়া আমাদের করার কিছু নেই।’
পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে না পারায় অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে ইন্ডিগো। বিমান সংস্থাটি বলেছে, ‘হঠাৎ পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় আমাদের কিছু আন্তর্জাতিক ফ্লাইটে এর প্রভাব পড়েছে। এতে যে অসুবিধা হচ্ছে, তা আমরা বুঝতে পারছি। যাত্রীদের দ্রুততম সময়ে কীভাবে গন্তব্যে পৌঁছানো যায়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা।’
গত মঙ্গলবার ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীরা হামলা চালান। এতে ২৫ ভারতীয়সহ ২৬ জন নিহত হন। এ হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করে বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিলসহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত।
ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও কিছু পদক্ষেপ নিয়েছে। ভারতের নাগরিকদের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধসহ গতকাল বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পাল্টাপাল্টি এসব পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
কাশ্মীরে হামলার কারণে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে বুধবার দেশে ফেরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফেরার পথে মোদিকে বহনকারী উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যায়। তখনো পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়নি। এ ঘটনাকে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর বাড়তি সতর্কতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।