পাকিস্তান-আফগানিস্তান সংঘাত কোন দিকে মোড় নেবে
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষে উভয়পক্ষের হতাহতের খবর পাওয়া গেছে। এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক কূটনীতিকেরা এই মত দিয়েছেন যে, উভয় পক্ষই পরিস্থিতির আরও অবনতি এড়িয়ে যেতে চাইবে। এই সংঘাত আরও বিস্তৃত হওয়ার এবং আরও গুরুতর কিছুতে পরিণত হওয়ার আশঙ্কা কম।