পুতিন-মোদি-সি কি শক্তি মহড়া দেখাবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ব্রিকস সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনের আগে একটি পারিবারিক ফটোসেশনে অংশ নেন। কাজান, রাশিয়া, ২৩ অক্টোবর ২০২৪

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে একটি আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে বহু বিশ্বনেতা চীনে আসছেন। এই সম্মেলনে রাশিয়া, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারা উপস্থিত থাকবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাত বছর পর চীন সফরে যাচ্ছেন। বিশ্লেষকদের মতে, পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়াকে সমর্থন এবং যুক্তরাষ্ট্র-বিরোধী একটি জোটকে দৃশ্যমান করাই সম্মেলনের মূল উদ্দেশ্য।