পুতিন-সি'র গোপন আলোচনা ফাঁস
বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজে সি চিন পিং ও ভ্লাদিমির পুতিনের মধ্যে অঙ্গ প্রতিস্থাপন ও অমরত্ব নিয়ে আলোচনার খবর প্রকাশ হয়েছে। গোপন মাইকে তাঁদের এই কথোপকথন ধরা পড়েছে। পুতিনের মতে, বায়োটেকনোলজির উন্নতির ফলে মানুষের অঙ্গ প্রতিস্থাপন করে দীর্ঘ ও তরুণ জীবন পাওয়া সম্ভব। এমনকী দেড়শ বছর পর্যন্ত মানুষ বাঁচতে পারে।