১০ বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ এমএইচ ৩৭০–এর নতুন করে অনুসন্ধান দাবি

চীনের বেইজিংয়ে মালয়েশিয়ার দূতাবাসের বাইরে এমএইচ ৩৭০ ফ্লাইটের যাত্রীদের স্বজনেরাফাইল ছবি: রয়টার্স

১০ বছর আগে মালয়েশিয়া এয়ারলাইনসের রহস্যজনকভাবে নিখোঁজ উড়োজাহাজ এমএইচ ৩৭০-এর যাত্রীদের স্বজনেরা নতুন করে অনুসন্ধানের দাবি করেছেন।

মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংগামী উড়োজাহাজটি ২০১৪ সালের ৮ মার্চ ২৯৩ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ ও ব্যয়বহুল উদ্ধার অভিযান চালিয়েও ওই উড়োজাহাজের কোনো খোঁজ পাওয়া যায়নি।

গতকাল রোববার ওই উড়োজাহাজে থাকা যাত্রীদের প্রায় ৫০০ স্বজন ও সমর্থকেরা তাঁদের স্মরণ করতে কুয়ালালামপুরের কাছের একটি বিপণনকেন্দ্রে জড়ো হন। এই স্বজনদের কেউ কেউ আসেন চীন থেকে।

মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও চীনের পক্ষ থেকে ভারত মহাসাগরের দক্ষিণাংশে ১ লাখ ২০ হাজার বর্গকিলোমিটারের বেশি এলাকায় নিষ্ফল অনুসন্ধানের পর ২০১৭ সালের জানুয়ারি মাসে তল্লাশি স্থগিত করা হয়েছিল। এ সময় কিছু ধ্বংসাবশেষ ছাড়া আর কিছু পাওয়া যায়নি।