থাইল্যান্ডে নাইট ক্লাবে আগুনে নিহত ১৩

থাইল্যান্ডের পূর্বাঞ্চলে একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৫ জন। পূর্বাঞ্চলীয় চোনবুরি প্রদেশে থাইল্যান্ডে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর রয়টার্সের।

পুলিশ আরও বলছে, এখনো অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ পর্যন্ত শনাক্ত হওয়া হতাহত ব্যক্তিদের সবাই থাই নাগরিক।

স্থানীয় থানার সুপারিনটেনডেন্ট উত্তিপং সোমজাই ফোনে রয়টার্সকে বলেন, রাজধানী ব্যাংকক থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের ‘মাউন্টেন বি’ নাইট ক্লাবে রাত একটার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

দেশীয় টিভি চ্যানেলগুলোর ফুটেজে দেখা যায়, ক্লাব থেকে দৌঁড়ে বেরিয়ে আসছেন লোকজন। জরুরি সেবা বিভাগের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। পুড়ে যাওয়া নাইট ক্লাবের মেঝেতে জুতা ও বোতল ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।

হতাহত ব্যক্তিদের পরিবারকে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী প্রিয়ুথ চ্যান ওচা। দেশজুড়ে বিনোদনকেন্দ্রগুলোতে উপযুক্ত বহির্গমন পথ ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতেও আহ্বান জানিয়েছেন তিনি।