মালদ্বীপের পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে মারামারি

ছবি: ভিডিও থেকে

স্যুট-টাই পরা ব্যক্তিরা একে অপরের দিকে তেড়ে আসছেন। একে অপরকে কিল-ঘুষি ও লাথি মারছেন। এসব কিছুই মালদ্বীপের পার্লামেন্টে ঘটেছে। রোববার দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার অনুমোদন নিয়ে আলোচনায় মারামারির এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন এমপিকে স্পিকারের মঞ্চ থেকে কয়েকজন এমপি ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন। তাল সামলাতে না পেরে তিনি মেঝেতে পড়ে যাচ্ছিলেন। এমন সময় দুজন তাঁকে টেনে তোলেন।

এর শোধ নিতে স্পিকারের মঞ্চে দাঁড়িয়ে তিনজনের দিকে তেড়ে আসেন আরেক এমপি। কিন্তু তিনি তেমন একটা সুবিধা করতে পারেননি। মঞ্চে থাকা অপর তিনজন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় আরেকজনকে সঙ্গে নিয়ে মেঝেতে পড়ে যান তিনি।

একটু পরে তিনি আবারও মঞ্চের দিকে এসে সেখানে দাঁড়িয়ে থাকা একজনের কোমর ধরে টেনে নামানোর চেষ্টা করেন। কিন্তু এ সময় তাঁকে অন্যরা বাধা দেন। হট্টগোল থামাতে আরেকজন এমপিকে অনবরত বাঁশি বাজাতে দেখা যায়। বিরোধী দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) ও মোহামেদ মুইজ্জুর পিপলস ন্যাশনাল কংগ্রেসের (পিএনসি) এমপিদের মধ্যে এই মারামারি হয়।

আরও পড়ুন