সংখ্যালঘু ও ধর্মীয় স্পর্শকাতর বিষয়ে পদক্ষেপ নেবে ভারত, আশা মালয়েশীয় প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের (আইসিডব্লিউএ) অধিবেশনে বক্তব্য দিচ্ছেন, ২০ আগস্ট, ২০২৪ছবি: আইসিডব্লিউএর এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া

ভারতে সংখ্যালঘু সম্প্রদায় যেসব বিষয়ের মুখোমুখি হচ্ছে, সেগুলো মোকাবিলায় দেশটি যথাযথ ভূমিকা পালন করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গতকাল মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের (আইসিডব্লিউএ) এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আনোয়ার ইব্রাহিম এমন আশাবাদ ব্যক্ত করেছেন।

আনোয়ার ইব্রাহিম রাষ্ট্রীয় সফরে ভারতে আছেন। গতকাল তিনি দিল্লিতে আইসিডব্লিউএর এক অধিবেশনে বক্তৃতা করেন।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘সংখ্যালঘু বা ধর্মীয়ভাবে স্পর্শকাতর কিছু গুরুতর সমস্যা যে আপনাদের মোকাবিলা করতে হয়, তা আমি অস্বীকার করব না। তবে আমাদের আশা, ভারত তার সঠিক ভূমিকা পালন করে যাবে। কারণ, আমি প্রধানমন্ত্রী (নরেন্দ্র) মোদিকে মনে করিয়ে দিয়েছি, নেহরু, চৌ এনলাই, সুকর্ণ এবং নায়ারে তাঁদের সময়ে গ্লোবাল সাউথের পক্ষে ঔপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এখন আমরা বিষয়গুলোকে মানবতা বলে জানি, স্বাধীনতা বলে জানি এবং নারী-পুরুষের মর্যাদা বলে যা জানি, তা নিশ্চিত করতে সংগ্রাম করেছেন তাঁরা।’

আনোয়ার ইব্রাহিম এমন সময়ে কথাগুলো বললেন যখন ভারত ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ক আবারও ধীরে ধীরে আগের অবস্থায় ফিরছে। এর আগে মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দুই দেশের মধ্যে তিক্ততা দেখা দিয়েছিল। জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ অনুচ্ছেদ মোদি সরকার বাদ দিলে ভারতের সমালোচনা করেন তৎকালীন মালয়েশীয় প্রধানমন্ত্রী মাহাথির।

ভারতের নাগরিকত্ব সংশোধন আইনেরও নিন্দা জানিয়েছিলেন মাহাথির। এতে নয়াদিল্লি ক্ষোভ প্রকাশ করেছিল এবং মালয়েশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল।

তবে ২০২২ সালে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত বছর দুই দেশ নিজ নিজ মুদ্রা ব্যবহার করে নিজেদের মধ্যে বাণিজ্য শুরু করে। মালয়েশিয়া থেকে পাম অয়েল আমদানির পরিমাণও বাড়িয়ে দিয়েছে ভারত।

ভারত থেকে পালিয়ে মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েকও দুই দেশের সম্পর্কের অবনতির পেছনে একটি বড় কারণ। ২০১৬ সালে ভারত থেকে পালানো জাকির ২০১৮ সালে মালয়েশিয়ায় আশ্রয় নেন। এখন তিনি সেখানেই আছেন। ভারতে জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসবাদ–সংক্রান্ত গুরুতর অভিযোগ আনা হয়েছে।

গতকাল দিল্লিতে দেওয়া বক্তব্যে আনোয়ার ইব্রাহিম ইঙ্গিত দিয়েছেন, ভারত যদি জাকির নায়েকের বিরুদ্ধে প্রমাণ দিতে পারে তবে তাঁকে ফেরত পাঠাতে দিল্লির প্রস্তাব বিবেচনা করবে মালয়েশিয়া।

আনোয়ার আরও বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাপকালে বিষয়টি তোলা হয়নি। দুই দেশের সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে এ বিষয়টি বাধা হয়ে দাঁড়ানো ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি।

গতকাল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত-মালয়েশিয়া অংশীদারত্বকে ‘বিস্তৃত কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করা হয়েছে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক প্রসারিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি।