মাহিন্দা-বাসিলের ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

মাহিন্দা রাজাপক্ষে ও বাসিল রাজাপক্ষে
ছবি: রয়টার্স

শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ও অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।

গতকাল বুধবার শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট এই নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছেন। কলম্বো গেজেটের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মাহিন্দা, বাসিল ছাড়াও শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর অজিথ নিভার্ড ক্যাবরালের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা চেয়ে দেশটির সুপ্রিম কোর্টে একটি আবেদন দায়ের হয়েছে। আবেদনে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তের আরজি রয়েছে।

একটি পিটিশনের পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট আগে মাহিন্দা-বাসিলের বিষয়ে একটি অন্তর্বর্তী আদেশ দিয়েছিলেন। এই আদেশে ১১ আগস্ট পর্যন্ত আদালতের অনুমতি ছাড়া মাহিন্দা ও বাসিলের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

মাহিন্দা গত মে মাস পর্যন্ত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন। গণবিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করেন।

মাহিন্দার পদত্যাগের পর ছেলে নামাল রাজাপক্ষে জানিয়েছিলেন, তাঁর বাবা দেশ থেকে পালিয়ে যাবেন না।

মাহিন্দার ছোট ভাই গোতাবায়া রাজাপক্ষে ছিলেন দেশটির প্রেসিডেন্ট। সরকারবিরোধী তুমুল বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই তিনি শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে যান।

পরদিন ১৪ জুলাই তিনি মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুরে গিয়ে তিনি তাঁর পদত্যাগপত্র দেশে পাঠিয়ে দেন। ১৫ জুলাই তাঁর আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার।

মাহিন্দা ও গোতাবায়ার ছোট ভাই বাসিল। গণবিক্ষোভকালে তিনি গোপনে দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁর চেষ্টা ব্যর্থ হয়।

মাহিন্দা ও বাসিল দেশত্যাগ না করার বিষয়ে আগে আদালতে মুচলেকা দেন। মুচলেকায় তাঁরা অঙ্গীকার করেন যে, তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁরা দেশ ছাড়বেন না।

শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের মধ্যে গত ৪ এপ্রিল দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ ছাড়েন অজিথ।